1. [email protected] : জাহিদ হাসান দিপু : জাহিদ হাসান দিপু
 2. [email protected] : মোঃ জিলহজ্জ হাওলাদার, খুলনা : মোঃ জিলহজ্জ হাওলাদার, খুলনা
 3. [email protected] : বার্তা ডেস্ক : বার্তা ডেস্ক
 4. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
 5. [email protected] : দৈনিক নোঙর ডেস্ক : দৈনিক নোঙর ডেস্ক
 6. [email protected] : দৈনিক নোঙর ডেস্ক : দৈনিক নোঙর ডেস্ক
 7. [email protected] : আল-আসিফ ইলাহী রিফাত : আল-আসিফ ইলাহী রিফাত
 8. [email protected] : Shaila Sultana : Shaila Sultana
 9. [email protected] : দৈনিক নোঙর ডেস্ক : দৈনিক নোঙর ডেস্ক
 10. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
 11. [email protected] : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
হামাসের হামলা ঠেকাতে সীমান্তে ৫ হাজার সেনা মোতায়েন ইসরাইলের
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ০২:৩১ অপরাহ্ন

হামাসের হামলা ঠেকাতে সীমান্তে ৫ হাজার সেনা মোতায়েন ইসরাইলের

অনলাইন ডেস্ক
 • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
 • ১৬৬ জন পড়েছেন

ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় সোমবার থেকে টানা বিমানহামলা চালিয়ে ২৮ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এর পাল্টা জবাব হিসেবে ইসরাইলের অভ্যন্তরে শতাধিক রকেট হামলা চালিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।এতে মঙ্গলবার দুই ইসরাইলি নারী নিহত হওয়ার কথা জানিয়েছে ইহুদিবাদী রাষ্ট্রটি। হামাসের এ হামলা ঠেকাতে সীমান্তে আরও ৫ হাজার সেনা মোতায়েন করেছে ইসরাইল।
  
এদিকে ফিলিস্তিনের হামাস ও ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে কাজ করছে বলে জানিয়েছে মিসর।তবে সহিংসতা অব্যাহত রয়েছে।  

অ্যাসোসিয়েট প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, হামাসের কয়েক শতাধিক রকেট হামলায় ইসরাইলেরর দক্ষিণাঞ্চলের আশখেলন শহরে দুই নারী নিহত হয়েছেন। এ ছাড়া অনন্ত ১০ আহত হয়েছেন। 

ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলাবার গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর হামলায় ২৮ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এর বেসামারিক নারী ও শিশু রয়েছে। হামলায় অন্তত ১২২ জন আহত হয়েছে। এদিকে ইসরাইলি হামলার পাল্টা জবাব দিয়েছে হামাস ও অন্যান্য ইসলামিক দলগুলো। ইসরাইলের সমুদ্র তীরবর্তী আশখেলন শহরে হামাসের রকেট হামলায় দুইজন ইসরাইলি নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ৫৬ জন নাগরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। 

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আদেশে গাজা সীমান্তে আরও ৫ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। তার ওই এলাকা টহল দেবে। 

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় টানা তিনদিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। 

সোমবার সকালেও একদল ইসরাইলি সেনা অস্ত্রশস্ত্র নিয়ে আল-আকসায় ঢুকে পড়ে।এসময় ফিলিস্তিনিরা তাদের বাধা দিলে তাদের ওপর গুলিবর্ষণ করে ইসরাইলি বাহিনী।

এর জবাবে সোমবার বিকালে গাজার হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরাইলের দিকে রকেট হামলা চালানো হয়।  

এরপর সন্ধ্যার দিকে ইসরাইলের বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায়। এতে ৯ জন শিশুসহ ২৪ জন নিহত হয়। এ সময় বিভিন্ন স্থাপনাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মঙ্গলবারও বিমান হামলা চালানো হয়। এতে এ পর্যন্ত ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌজন্যে : নোঙর মিডিয়া লিমিটেড