জিনজিয়াংয়ে হাজার হাজার উইঘুর ও জাতিগত সংখ্যালঘুকে কাজের জন্য বাড়ি থেকে বহুদূরে পাঠিয়ে দিচ্ছে চীনা কর্তৃপক্ষ।
এতে নিজেদের আবাসভূমিতে তাদের সংখ্যা কমে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এক জরিপের বরাতে বিবিসি এমন খবর দিয়েছে।
এভাবে দেশটির পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের বিভিন্ন সম্প্রদায়ের জনমিতি বদলে দেওয়া হচ্ছে কিনা প্রশ্ন করা হলে চীন সরকার তা অস্বীকার করছে।
চীন জানিয়েছে, গ্রামীণ এলাকায় বেকারত্ব এবং দারিদ্র্য দূর করতে এসব চাকরি ও বদলির পরিকল্পনা করা হয়েছে।
কিন্তু বিবিসির তথ্যপ্রমাণে বলা হয়েছে—এই নীতিতে বলপ্রয়োগের ঝুঁকি রয়েছে। গত কয়েক বছরে জিনজিয়াং প্রদেশজুড়ে যেসব বৃত্তিমূলক প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হয়েছে, তার পাশাপাশিই এসব চাকরির পরিকল্পনা করা হয়েছে।
মূলত সংখ্যালঘুদের জীবনধারা ও চিন্তাভাবনায় পরিবর্তন আনতেই চীন সরকার এসব পরিকল্পনা নিয়েছে।
জরিপটি চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেখার কথা থাকলেও দুর্ঘটনাবশত তা অনলাইনে চলে আসে।
চীনের কারখানা ভ্রমণ, সাক্ষাৎকার ও প্রপাগান্ডা প্রতিবেদনের ওপর ভিত্তি করে তদন্ত চালাচ্ছে বিবিসি। এই প্রতিবেদনটি এখন তার অংশ হয়ে গেছে।
সূত্রঃ যুগান্তর