খুলনায় আজ (সোমবার) মোট সাত হাজার আটশত ৯২ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন।
এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার নয়শো ৯৪ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার আটশো ৯৮ জন।
উপজেলাগুলোর মধ্যে টিকা গ্রহণ করেছেন, বটিয়াঘাটায় সাতশো ৫০ জন, দাকোপে এক হাজার ৬৮, দিঘলিয়ায় তিনশো ২৯, ডুমুরিয়ায় ছয়শো ২৯, ফুলতলায় তিনশো আট, কয়রায় ছয়শো ৮৮, পাইকগাছায় ছয়শো ৩০, রূপসায় দুইশো ৫০ এবং তেরখাদায় দুইশো ৪৬ জন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ চার হাজার চারশো ৫৯ জন এবং মহিলা তিন হাজার চারশো ৩৩ জন।