প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা দেশে আসছে আগামীকাল সোমবার (২২ ফেব্রুয়ারি)। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২২ ফেব্রুয়ারি রাত ১১টা ১০ মিনিটে বিশেষ বিমানে ভারত থেকে ঢাকায় টিকা পৌঁছাবে। এই চালানে আসবে ২০ লাখ ডোজ টিকা।
রাব্বুর রেজা বলেন, বিমানবন্দর থেকে আমাদের প্রতিনিধিরা এটা রিসিভ করে গাজীপুরের ওয়্যারহাউজে রাখবে। এরপর এখান থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জেলাতে বণ্টন করা হবে।
এই টিকার তিন কোটি ডোজ কিনতে গত বছরের ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠানোর কথা সেরাম ইনস্টিটিউট।
ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবেও বাংলাদেশ সরকার পেয়েছে ২০ লাখ ডোজ টিকা। এই টিকা পাওয়ার পর সরকার গত ২৭ জানুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু করে। ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হয়। এরপর ৭ ফেব্রুয়ারি টিকাদান শুরু হয় সারাদেশে।
সূত্রঃ ঢাকা পোস্ট