প্রাণের অস্তিত্বের সন্ধানে বৃহস্পতিবার মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করা মার্কিন মহকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘পারসিভারেন্স’ লাল গ্রহটির ‘দর্শনীয়’ কিছু ছবি পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র সময় শুক্রবার সেসব ছবি প্রকাশ করেছে নাসা। খবর বার্তা সংস্থা এএফপির।
রুদ্ধশ্বাস অপেক্ষার পর গতকাল বৃহস্পতিবার মঙ্গলের বিষুব অঞ্চল ‘জেযেরো’র কাছের গভীর এক গহ্বরে সফলভাবে অবতরণের পর আগামী দুই বছর মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহের কাজ করবে নাসার রোবট পারসিভারেন্স।
পারসিভারেন্সের পাঠানো যেসব ছবি নাসা প্রকাশ করেছে এরমধ্যে একটি ক্যাবলের মাধ্যমে তোলা মঙ্গলপৃষ্ঠের ছবি আছে। এএফপির প্রতিবেদনে বলা হচ্ছে, এর আগে মঙ্গলের এমন দৃশ্য কখনো ধারণ করা হয়নি ক্যামেরায়।
বিস্তারিত আসছে…