চাঁপাইনবাবগঞ্জে মোঃ শফিকুল ইসলাম শহীদুল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ।
গতকাল শুক্রবার, ১৯শে ফেব্রুয়ারী রাত ১১টা ৪৫ মিনিটে অত্র জেলার শিবগঞ্জ উপজেলার ভেড়ামারী ছেড়া স্কুলের সামনে থেকে তথ্যের ভিত্তিতে ১০০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
আসামী মোঃ শফিকুল ইসলাম শহীদুল (৩০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হাজারবিঘী (চাঁদপুর) গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় জেলা পুলিশ।