খুলনায় আজ (শনিবার) মোট ছয় হাজার নয়শো দুইজন করোনা ভ্যাকসিন নিয়েছেন।
এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার আটশো ৭৮ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার ২৪ জন।
উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় সাতশো ৫০ জন, দাকোপে ছয়শো ৫৬, দিঘলিয়ায় দুইশো, ডুমুরিয়ায় চারশো ১৮, ফুলতলায় পাঁচশো ১৭, কয়রায় তিনশো ৬৩, পাইকগাছায় পাঁচশো ৬০, রূপসায় দুইশো ৫০ এবং তেরখাদায় তিনশো ১০ জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ চার হাজার ৫৭ জন এবং মহিলা দুই হাজার আটশো ৪৫ জন।
শনিবার সকালে মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিন নিয়েছেন।
কোভিড-১৯ টিকা নিতে আপনি পারবেন কি পারবেন না সেটা দেখে নিন। নিজে জানুন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।