কানাডার অন্টারিও প্রদেশের স্থবির অর্থনীতির চাকা সচল করতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে অন্টারিওর সরকার। এক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড নিরাপদে সচল করা। সেই লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠক থেকে অর্থনীতি সচলের ব্যাপারে ভালো একটা ধারণা আমরা পাব। তবে সংক্রমণের হার বেশি এমন কিছু অঞ্চলের অর্থনীতি সচল করে দিতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।
উল্লেখ্য, দৈনিক সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমে আসায় অর্থনীতি সচল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
গত বছরের ডিসেম্বরের ২৬ তারিখ থেকে অন্টারিওজুড়ে লকডাউন কার্যকর হয়। এতে বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে। ফোর্ড সরকার এরপর দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করার পাশাপাশি সংক্রমণ বাড়তে থাকায় ১২ জানুয়ারি স্টে-অ্যাট-হোম অর্ডার জারি করে। দুটি আদেশের মেয়াদই আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা রয়েছে। তবে এর মেয়াদ আবার বাড়বে কিনা তা এখনও জানা যায়নি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডগ ফোর্ড বলেন, আমরা অর্থনীতি সচল করতে চাই, বিশেষ করে উত্তর অন্টারিওর গ্রামীণ অঞ্চলে, যেখানে সংক্রমণের হার কম আছে। সেক্ষেত্রে আমাদের প্রধান অগ্রাধিকারে থাকবে স্বাস্থ্য সুরক্ষা।
গত ১৪ ডিসেম্বর কানাডায় ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও তা চলছে ধীর গতিতে। করোনা মহামারির শুরু থেকেই নাগরিকদের সুস্বাস্থ্য ও অর্থনীতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার, যা এখনও বহাল রয়েছে।
সূত্রঃ ঢাকা পোস্ট