শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন দেশের বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। তিনি নিজেই বাসায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিলেন। খানিকটা সুস্থ হওয়ায় পরিবারও তার কথায় সায় দেয়। কিন্তু আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালেই না ফেরার দেশে চলে গেলেন এই কিংবদন্তি। তার মৃত্যুতে শোকাহত গোটা শোবিজ অঙ্গন। তারকাদের অনেকেই শোক জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ‘ঢাকা পোস্ট’র পাঠকদের জন্য সেসব শোকবার্তা তুলে ধরা হলো-
চঞ্চল চৌধুরী, অভিনয়শিল্পী
শেষ পর্যন্ত সত্যটা হলো। এ টি এম ভাই চলে গেলেন। আর হলো না দেখা। কত সময়, কত স্মৃতি। আবেগ তাড়িত হচ্ছি খুব। অপার শ্রদ্ধা। শান্তিতে থাকুন আপন মানুষ এ টি এম শামসুজ্জামান।
আরিফিন শুভ, অভিনয়শিল্পী
শান্তিতে থাকবেন এটিএম চাচা।
সিয়াম আহমেদ, অভিনয়শিল্পী
এবার আর কোনো গুজব নয়! (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
আশনা হাবিব ভাবনা, অভিনয়শিল্পী
‘মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে; তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব। স্বার্থের দিক এবং পরমার্থের দিক , বন্ধনের দিক এবং মুক্তির দিক , সীমার দিক এবং অনন্তের দিক– এই দুইকে মিলিয়ে চলতে হবে মানুষকে’—রবীন্দ্রনাথ ঠাকুর।
এ টিম আংকেল ভালো থাকুন। আপনার আদর সব-সময় পেয়েছি । শুটিংয়ের সময়গুলো মনে পড়ছে খুব।
চয়নিক চৌধুরী, নির্মাতা
এ টি এম শামসুজ্জামান আংকেল কিছুক্ষন আগে সত্যি সত্যি আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন! পরপারে ভালো থেকেন আংকেল,প্রার্থনা।
সূত্রঃ ঢাকা পোস্ট