নাটোরের লালপুর উপজেলায় আরজু (৪২) নামে এক প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৩টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার বাহাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরজু ওই গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে।
জানা যায়, দিবাগত রাত ৩টার দিকে ঘরের বারান্দায় বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি জড়িয়ে ওই প্রতিবন্ধী নারী আত্মহত্যা করেছেন।
মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে স্থানীয় লোকজনের মধ্যে গুঞ্জন উঠেছে– ওই পাগলীকে মেরে হত্যা করে ঘরের বারান্দার তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। আরজু পাগলী তার ভগ্নিপতি মৃত আব্দুর রহমানের বাড়িতে থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং অবিবাহিত ছিলেন বলে জানান তারা।
এ বিষয়ে লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
সূত্রঃ যুগান্তর