চাঁদপুরের কচুয়া উপজেলায় সীমা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার করইশ গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্বামী নাছির উদ্দিন ও ভাবী খালেদা আক্তারকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহত সীমা একই উপজেলার কেশরকোট গ্রামের মিলন মিয়ার মেয়ে।
জানা গেছে, সীমা আক্তারের সঙ্গে করইশ গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে নাছির উদ্দিনের সঙ্গে দুই বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের উভয়ের মধ্যে বিভিন্ন সময়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়।
সোমবার রাতে নাছির উদ্দিন পরিকল্পিতভাবে তার স্ত্রী সীমাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে বলে সীমা আক্তারের মা বিলকিস বেগম ও মামা রফিকুল ইসলামসহ নিহত পরিবার দাবি করেন।
কচুয়ার থানা ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামী ও ভাবীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে ভিকটিমের পরিবারের মামলা অনুযায়ী পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রঃ যুগান্তর