চাঁপাইনবাবগঞ্জের পৃথক দুইটি অভিযানে ৩২০ বোতল ফেন্সিডিল ও ০৩ কেজি গাঁজাসহ ০৩ জনকে আটক করেছেন জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ।
প্রথম অভিযানে আটক হওয়া আসামী মোঃ জাহির-জাহিদ (৪৮) কে- তার নিজ বাড়ি হতে আজ দুপুর ১২:৪৫ ঘটিকায় ৩২০ বোতল ফেনসিডিল ও একটি ডিসকভার ১৫০ সিসি মোটরসাইকেল সহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদ অত্র জেলার শিবগঞ্জ থানার শেখটোলা গ্রামের মোঃ ধুলু শেখের পুত্র।
অপর অভিযানে আটককৃত আসামী মোঃ জাহাঙ্গীর-পাচু (৪২) ও মোঃ বিকল-বিকাশ (২৭) সকাল ০৬:৩০ ঘটিকায় সদর মডেল থানাধীন হরিপুর ক্লাবমোড় হতে ৩ কেজি গাঁজা সহ আটক করা হয়।
আটককৃত পাচু, পিতা- মৃত তাজুমুদ্দিন ও বিকাশ, পিতা- মোঃ তাহাসান আলী উভয়েই শিবগঞ্জ থানার পারচৌকা গ্রামের বাসিন্দা।
জেলা পুলিশসূত্রে জানানো হয়েছে, সকল ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।