ফেনীতে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলীসহ দফায় দফায় বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা-কার্মচারীদের মারধর করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
রোববার বিকাল ৫টায় ফেনী সদর উপজেলা চত্বরে উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা এ মানববন্ধন করেছেন।
মানববন্ধনে অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. ইফতেখার চৌধুরী, কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আফতাবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. হেলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. শহীদ উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ, মীর কাসেদুল হক, আবদুল গণি, সোনালী ব্যাংক লি. ব্যবস্থাপক মো. শরীফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা শাকিল আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ যুগান্তর