নাটোরের লালপুর উপজেলায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে বিজলী (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামের হাসমত আলীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে গৃহবধূ বিজলী ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সেখানে মারা যান বিজলী।
এ ব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্রঃ যুগান্তর