বাংলাদেশ থেকে ভিসা আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আগামীকাল সোমবার থেকেই এই প্রক্রিয়া শুরু হবে।
রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।
এর আগে করোনা সংক্রমণ রোধে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছিল দেশটি। তখন দক্ষিণ কোরিয়া সরকারের এ সিদ্ধান্তকে সাময়িক বলে উল্লেখ করেছিল সিউলে বাংলাদেশি দূতাবাস।
সূত্রঃ যুগান্তর