“ফিরিয়ে দাও ১১ মাস, নয়তো দাও অটোপাস। বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। ১০ মাস ১৪ দিন, ক্ষতিপূরণের জবাব দিন। সিলেবাস ৫০% কমানোর দাবি মানতে হবে। নভেল করোনাভাইরাসের টিকা দেওয়ার আগ পর্যন্ত কলেজ বন্ধ রাখতে হবে।”
এসব স্লোগানে আজ ভরপুর ছিল রাজশাহীর জিরো পয়েন্ট এলাকা।
আজ সোমবার (০১ ফেব্রুয়ারী, ২০২১) তারিখে রাজশাহীর জিরো পয়েন্টে এইচএসসি পরীক্ষার্থীরা পাঁচ দফাতে দাবী নিয়ে মানববন্ধন করেছেন।
নভেল করোনাভাইরাসের টিকা দেওয়ার আগ পর্যন্ত কলেজ বন্ধ রাখা, সিলেবাস কমানোসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে উক্ত শিক্ষার্থীরা মানববন্ধন র্যালি কর্মসূচিতে অংশ নিয়েছেন।
উক্ত মানববন্ধনে রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ সহ অন্যান্য কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা উক্ত শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে করোনাভাইরাসের টিকা ব্যতিত কলেজ কার্যক্রম বন্ধ রাখা, সিলেবাস থেকে ৫০ শতাংশ কমানো, কমপক্ষে ছয় মাস ক্লাস চালু রাখা, সিলেবাস শেষ করে পরিক্ষা নেওয়া এবং টানা ১১ মাস শিক্ষা কার্যক্রম বন্ধের ক্ষতিপূরণের দাবি জানায় শিক্ষার্থীরা।