মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাগেরহাটের রামপাল পাওয়ার প্লান্টের উদ্যোগে আজ সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রামপাল ও মোংলা উপজেলার গৌরম্ভা, রাজনগর, হুড়কা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, আমরা প্রত্যাশা করি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট বিদ্যুত কেন্দ্র। তখন আর এ এলাকায় বিদ্যুৎ লোডশেডিং থাকবে না। ফলে মোংলার শিল্প কলকারখানায় উৎপাদন আরো বৃদ্ধি পাবে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে।
তালুকদার আব্দুল খালেক বলেন, পাওয়ার প্লান্ট বহুমুখী সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।
পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক এস সি পান্ডে’র সভাপতিত্বে ও ব্যাবস্থাপক (এইটআর) তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক রেজাউল করিম, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক সুধাংশু, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন গাজী, সরদার আঃ হান্নান ডাবলু, নিখিল চন্দ্র রায়, তপন কুমার গোলদারসহ স্থানীয় গণ্যমান ব্যাক্তিবর্গ।