জার্মান কাপে অঘটনের শিকার হয়েছে আসরের সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখ। পেনাল্টি শ্যুট আউটে হলস্টাইন কিয়ের কাছে হেরে শীর্ষ আট থেকেই বিদায় নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
৮৬ বছরের পুরোনো এই আসরে ২০ বার চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। আসরের বর্তমান চ্যাম্পিয়নও হ্যান্সি ফ্লিকের দল। তাদের এমন ছন্দপতন তাও আবার দ্বিতীয় সারির দল হলস্টাইন কিয়ের বিপক্ষে। নিন্দুকেরও মেনে নিতে সময় লাগবে কিছুটা।
শেষ ১২ বছরে এই প্রথম জার্মান কাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হল বায়ার্ন মিউনিখ। অথচ ম্যাচের শুরুতে লিড পেয়েছিল তারাই। ম্যাচে বায়ার্নের হয়ে দুই গোল করেন গ্যানারব্রি ও সানে। হলস্টাইনের হয়ে সমতার দুই গোল করেন বার্টেলস ও হক ওয়াহিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর গোল না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানে বায়ার্নকে হতাশায় ডুবিয়ে সেমিফাইনালে উঠে হলস্টাইন।
সূত্রঃ সময় নিউজ