সম্প্রতি ভারতে কিং কোবরা ধরতে গিয়ে সাপের ছোবল থেকে বেঁচে ফিরেছেন এক সাপুড়ে। আর একটু হলেই কিং কোবরার ছোবলে প্রাণটাই যেত তার। কীভাবে ওই বিষধর সাপের ছোবল থেকে বাঁচলেন, সেই ভিডিও সম্প্রতি টুইটারে শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই।
কর্ণাটকের শিবামোগ্গাতে তোলা এই ভিডিও দেখে শিউরে উঠছেন নেটাগরিকরা। পৃথিবীর সবচেয়ে লম্বা বিষধর সাপের কামড় থেকে যেভাবে ওই ব্যক্তি বেঁচেছেন, তা নিয়েই বেড়েছে জানার আগ্রহ।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জলাশয়ের পাড়ে কিং কোবরা ধরছেন দুই সাপুড়ে। একজন জলাশয়ে পাড়ে দাঁড়িয়ে, অপরজন একটি গাছের গুঁড়ির ওপর দাঁড়িয়ে। তাদের মধ্য একজন সাপটির লেজ ধরে রয়েছেন। অপর জন লাঠি নিয়ে সাপটির থেকে দূরত্ব রেখে মাথার অংশ ধরার চেষ্টা করছেন। কিন্তু সামনে থেকে ধরতে গিয়ে কোবরার পাল্টা আক্রমণে বেসামাল হয়ে পড়লেন গুঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি। ছোবল দেবে প্রায় এ রকম মুহূর্তে অপর ব্যক্তি সাপটির মাথার অংশ ধরে ফেলায় বেঁচে ফিরলেন অন্যজন।
কিং কোবরা বিশ্বের বিষধর সাপের মধ্যে অন্যতম। এর বিষ খুব দ্রুত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বিকল করতে পারে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘বিশেষজ্ঞের দিনটা ভালো ছিল। এটা কিং কোবরা’।
সূত্রঃ সময় নিউজ