পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের সমালোচনা করে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মোহাম্মদ আমির। মানসিকভাবে নির্যাতন করায় পাকিস্তানের বর্তমান টিম ম্যানেজমেন্টের অধীনে খেলা সম্ভব নয় বলে অভিযোগ করেছিলেন আমির।
তবে আমিরের এমন দাবি নাকোচ করে দিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ উল হক। সোমবার (১১ জানুয়ারি) লাহোরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমিরের দাবি উড়িয়ে দেন তিনি।
মিসবাহ জানান, ‘আমিরের কথার কোনো সত্যতা নেই। সে ছোট ঘটনাকে বড় করে তুলেছে। নিজের পারফরমেন্স দিয়ে তার টিকে থাকা উচিত ছিল। নিজের অবসরের দায় তার নিজেকেই নিতে হবে।’
মিসবাহ আরও বলেন, ‘আমিরের ঘটনায় ওয়াকার ইউনুসের জড়িত থাকার কথা উঠেছে। কিন্তু তা সত্য নয়। দল নির্বাচনে ৬ জন নির্বাচক ছিলেন। কোনভাবেই একজনের প্রভাবে দল নির্বাচন হয়নি।’
আমিরকে দলে না নেয়ার কারণ হিসেবে সাম্প্রতিক পারফরমেন্সকে দায়ী করেছেন মিসবাহ। দলে জায়গা হারানোটা একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করেন তিনি।
হুট করে অবসর না নিয়ে দলে জায়গা পেতে অন্য পেসারদের সঙ্গে লড়াই করা উচিত ছিল বলে মনে করেন প্রধান নির্বাচক মিসবাহ।
সূত্রঃ সময় নিউজ