চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিয়মবহির্ভূতভাবে চালানোর অভিযোগে চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার বাহারছড়া ইউপির ইলশা ও রত্নপুর গ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আফজারুল হোসেন।
তাদের সহযোগিতা করেন চট্টগ্রাম র্যাজব-৭, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল। বাঁশখালীর বাহারছড়ার এক স্থানে তিনটিসহ মোট ৫টি ইটভাটা রয়েছে। তার মধ্যে একটি ইটভাটা মামলার কারণে বন্ধ থাকলেও অপর ৪টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আফজারুল হোসেন যুগান্তরকে বলেন, ইটভাটাগুলোর জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই।
এ ছাড়া ইটভাটায় কয়লার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কাঠ এবং জিকজাক চিমনির পরিবর্তে ক্ষতিকর চিমনি ব্যবহার করা হচ্ছিল। এসব অভিযোগে এই অভিযান পরিচালনা করে ৪টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সূত্রঃ যুগান্তর