প্রচার প্রচারণায় জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। প্রার্থীরা রাতদিন ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। আর বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী গড়ার কথা।
ধানের শীর্ষের মিছিল আর শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। সোমবার (১১ জানুয়ারি) সকালে নগরীর বহদ্দারহাট থেকে শুরু করেণ গণসংযোগ। ভোট চান বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। এসময় অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণ বিধি মানছেন না।
তিনি বলেন, বিভিন্ন জায়গাতে তারা (আওয়ামী লীগ নেতাকর্মীরা) ব্যানার ফেস্টুন ছিড়ছেন। এছাড়াও তারা আমাদের মাইক নিয়ে প্রচারণায় বাধা দিচ্ছে, তাদের ওপর হামলা করছে।
এরআগে নগরীর হালিশহরে আওয়ামী লীগ নেতা এম এ আজিজের বাসা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। করেন গণসংযোগ। ভোট চেয়ে বিতরণ করেন লিফলেট। রেজাউল করিম দেন নানা উন্নয়নের প্রতিশ্রতি।
রেজাউল করিম বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে কোথায়- উচু মর্যাদায় নিয়ে গিয়েছেন, আর চট্টগ্রামের প্রতি তার যথেষ্ট নজর রয়েছে। চট্টগ্রামের উন্নয়নের ভার তিনি নিজ কাধে নিয়েছেন। এ ১০ বছরে চট্টগ্রামে অভাবনীয় উন্নয়ন হয়েছে।
ইভিএমে চট্টগ্রাম সিটির ভোট হবে আগামী ২৭ জানুয়ারি। ভোটার সংখ্যা ১৯ লাখের বেশি।
সূত্রঃ সময় নিউজ