ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের থ্রী স্টার ব্রিক্স জ্বালানি হিসেবে কাঠ পুড়ানোর জন্য জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ জানুয়ারী) বিকালে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে থ্রী স্টার ব্রিক্স এর মালিককে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন।
অভিযোগের প্রেক্ষিতে থ্রী স্টার ব্রিক্স এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং এসময় ইট ভাটায় জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণে কাঠ ব্যবহার করার দায়ে ভাটার মালিককে আর্থিক জরিমানা করা হয় বলে জানান নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।