টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপে একটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্তের দাবি জানিয়েছেন এক গবেষক। এ ত্রুটি কাজে লাগিয়ে অ্যাপটির ব্যবহারকারীর শতভাগ সঠিক অবস্থান নিশ্চিত হওয়া যেতে পারে।
আহমেদ হাসান নামে ওই নিরাপত্তা গবেষকের দাবি, টেলিগ্রাম অ্যাপের ‘পিপলস নিয়ারবাই’ ফিচারে তিনি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছেন, যা কাজে লাগিয়ে হ্যাকার বা অন্য সাইবার অপরাধীরা খুব সহজে অ্যাপটির ব্যবহারকারীর শতভাগ সঠিক অবস্থান শনাক্ত করতে পারে। এটি অবশ্যই এক টেলিগ্রাম ব্যবহারকারীর নিরাপত্তার জন্য বড় হুমকি।
টেলিগ্রাম নির্দিষ্ট একটি অঞ্চলের ব্যবহারকারীদের স্থানীয় গ্রুপ তৈরির সুবিধা দিয়ে আসছে। এ ধরনের গ্রুপের নিরাপত্তা ভেঙে হ্যাকাররা গ্রুপ সদস্যদের অবস্থান সংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে পারে।
সূত্র: আর্সটেকনিকা।