1. ishtiaq@nongor.news : ইশতিয়াক করিম : ইশতিয়াক করিম
 2. news-desk@nongor.news : বার্তা ডেস্ক : বার্তা ডেস্ক
 3. niloy@nongor.news : Creative Niloy : Creative Niloy
 4. nisan@nongor.news : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
 5. mdashik.ullah393@gmail.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
 6. raihan@nongor.news : দেলোয়ার জাহান রায়হান : দেলোয়ার জাহান রায়হান
 7. sultanashaila75@gmail.com : Shaila Sultana : Shaila Sultana
 8. sabbir@nongor.news : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
 9. ronia3874@gmail.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
 10. sarowar@nongor.news : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
 11. srity@nongor.news : সবনাজ মোস্তারী স্মৃতি : সবনাজ মোস্তারী স্মৃতি
শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১০:০৬ পূর্বাহ্ন

দীর্ঘদিনের ‘ভুল’ শুধরালো ওয়াসা

অনলাইন ডেস্ক
 • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
 • ২০৪ জন পড়েছেন

রাজধানীর পানি নিষ্কাশনব্যবস্থা দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, এবার দায়িত্বটি ‘সঠিক সংস্থার হাতে’ ন্যস্ত হলো।

সোমবার রাজধানীর কারওয়ানবাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। 

তাকসিম এ খান বলেন, ৩২ বছর আগে এক ‘ভুল’ প্রজ্ঞাপনের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজটি ওয়াসাকে দেয়া হয়েছিল। ওয়াসার পাশাপাশি নগর কর্তৃপক্ষ, রাজউক, পানি উন্নয়ন বোর্ডসহ সাত সংস্থা এই কাজে যুক্ত ছিল। এক কাজে অনেক সংস্থা যুক্ত থাকায় তা সঠিকভাবে এগিয়ে নেয়া সম্ভব হয়নি।

ঢাকার সুপেয় পানির বিপণন ও পয়ঃনিষ্কাশনকে ওয়াসার ‘মূল কাজ’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, চট্টগ্রাম, খুলনা ও অন্যান্য শহরেও তাই হয়ে আসছে। কেবল ঢাকায় এই দুই কাজের সঙ্গে বৃষ্টির পানি ব্যবস্থাপনার কাজ যুক্ত করে দেয়া হয়েছিল।

অনুষ্ঠানে জানানো হয়, ২০০৯ সাল থেকেই ঢাকা ওয়াসা তাদের ওপর অর্পিত ‘অতিরিক্ত’ এ দায়িত্ব ফিরিয়ে দেয়ার চিন্তা শুরু করে। ২০১২ সালে সক্রিয় উদ্যোগ নেয়ার পর আট বছরের মাথায় তা সফল হলো।

অনুষ্ঠানে জানানো হয়, চুক্তি প্রক্রিয়ায় ঢাকা শহরের খাল ও ৩৬০ কিলোমিটার ড্রেনেজ সিস্টেম ওয়াসার হাত থেকে দুই সিটি কর্পোরেশনের কাছে দেয়া হয়েছে। আর আগে থেকেই ২৩০০ কিলোমিটার ড্রেনেজ সিটি কর্পোরেশনের কাছে ছিল।

অনুষ্ঠানে ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদ হোসেন, পরিচালক (উন্নয়ন) আবুল কাশেম, পরিচালক (কারিগরি) শহীদ উদ্দিন উপস্থিত ছিলেন।

সূত্রঃ যুগান্তর

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌজন্যে : নোঙর মিডিয়া লিমিটেড