বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিভাগ পরিবর্তন ইউনিট চালুর দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক বিভাগ পরিবর্তনকারী ইউনিট এর শিক্ষার্থীরা।
আজ রবিবার সকালে থেকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ গেট থেকে একটি বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে ট্রাফিক চত্বরে একটি সমাবেশে একত্রিত হয়। ঘন্টাব্যাপী এই সমাবেশে শ্রী জীবন কুমার সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবিব, দূর্জয়, তন্নী, ফাহিম প্রমুখ।
সমাবেশে বক্তব্য শিক্ষার্থীরা বলেন, গুচ্ছ পদ্ধতির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রসঙ্গে ৩ টি প্রস্তাবনা রাখেন। প্রস্তাবনাগুলো হলো আলাদা আলাদা বিভাগ পরিবর্তন ইউনিট, মানবিকের সাথে বিভাগ পরিবর্তন একই প্রশ্ন, এবং নিজ বিভাগেই বিজ্ঞান বিভাগের সাথে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রশ্ন রেখে পরীক্ষা।
যেখানে উল্লেখ করা হয়, যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়বে তারা শুধু মাত্র বিজ্ঞান দাগাবে, আর যারা বিভাগ পরিবর্তন ইউনিট এ পরীক্ষা দিবে তারা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর পরীক্ষা দিবে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর, ২০২০ তারা একই দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক পাবনা বরাবর একটি স্মারক লিপি প্রেরণ করেন। এবং আজকের বিক্ষোভ সমাবেশে তারা আল্টিমেটাম দেন অতি দ্রুত গুচ্ছ পদ্ধতিতে বিভাগ পরিবর্তন ইউনিট চালু না হলে আমরণ অনশনে বসবেন তারা।