ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সেরা অনুসন্ধানী প্রতিবেদক হয়েছেন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভির বিশেষ প্রতিবেদক সফিক শাহিন।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ক্রাবের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। টেলিভিশন ক্যাটাগরিতে এবারের অনুসন্ধানী পুরস্কার প্রদান করা হয় যৌথভাবে এনটিভির বিশেষ প্রতিনিধি সফিক শাহীন ও সময় টিভির জেষ্ঠ প্রতিবেদক খান মোহাম্মদ রুমেলকে।
‘মামলাবাজ সিন্ডিকেট, সমতল থেকে পাহাড়ে’- শিরোনামে আলোচিত ছয় পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন করেন সফিক শাহীন। এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে সম্প্রচারিত হয় গত ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর। প্রতিবেদনে মামলাবাজ সিন্ডিকেটের ভয়াবহতা, তাদের মুখোশ উন্মোচন, সিন্ডিকেটের চক্করে পড়ে নিঃস্ব হয়ে যাওয়া সাধারণ মানুষের দুর্ভোগ ও আহাজারির পাশাপাশি এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও আইনি প্রতিকারের বিষয়ও তুলে ধরা হয়। জনগুরুত্বপূর্ণ এই ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনকেই এবার বর্ষসেরা পুরস্কারের জন্য বেছে নিয়েছে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাব।
ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান ও নুরে আলম মিনা।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে সফিক শাহীন দুর্নীতি বিষয়ক প্রতিবেদন করে জিতেছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পুরস্কার। এক বছরের মধ্যে তাঁর অনুসন্ধানী প্রতিবেদন দুটি পুরস্কার জিতে নিয়েছে।