জাতীয় দৈনিক পত্রিকা “দৈনিক নোঙর” ও অনলাইন টিভি চ্যানেল “নোঙর টেলিভিশন” (আপকামিং) -এ বিভিন্ন জেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি প্রতিবেদক নিয়োগ চলছে। গণমাধ্যমটির মানবসম্পদ বিভাগ আগামী ১৫ জানুয়ারী, ২০২১ এর মধ্যে সারাদেশে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত গণমাধ্যম “দৈনিক নোঙর”- এর অনলাইন সংস্করণ ইতোমধ্যেই পাঠক প্রিয়তা পেতে শুরু করেছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় দৈনিক নোঙরের নিয়োগ প্রক্রিয়ার এই ধাপ।
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :
• একটি আবেদন পত্র, ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলে। ই-মেইল: career.nongor@gmail.com
• ই-মেইল পাঠাতে, বিষয় বস্তু অর্থাৎ Subject –এ লিখতে হবে “জেলা প্রতিনিধি”/ ”ক্যাম্পাস প্রতিনিধি’’।
• আবেদনকারীকে স্নাতক হতে হবে। তবে অভিজ্ঞতার ক্ষেত্রে তা শিথীলযোগ্য।
• আবেদন করার আগে, জাতীয় অথবা স্থানীয় গণমাধ্যমে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• শুধুমাত্র ক্যাম্পাস প্রতিনিধির ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা ৬ মাস হলেও গ্রহণযোগ্য।
• ০১ জানুয়ারী ২০২১ এর মধ্যে আবেদন পাঠাতে হবে।
• প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা ও ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী নির্ধারিত হবে আলোচনা সাপেক্ষে।
• জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন 01777039757 এই নাম্বারে।