জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে একটি প্রজেক্টর শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের পক্ষ থেকে জবির ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগকে ৩৫ মিলিমিটার প্রজেক্টরটি শুভেচ্ছা উপহার হিসেবে হস্তান্তর করেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি ।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রজেক্টরটি গ্রহন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. আনোয়ার বেগম, ফিল্ম এন্ড টেলিভিশন বিভোগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদজ্জামান বলেন,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের ফ্লিম ও টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী যে প্রজেক্টর উপহার হিসেবে দিয়েছে এটি আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে। এর জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।